মাধ্যমিক পাশেই নৌপরিবহনে চাকরি

১৩ মে ২০২১

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশেও প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩১ মে পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে যে সকল পদে আবেদন করা যাবে: 

 

এসএসবি অপারেটর/ওয়্যারলেস অপারেটর :

এখানে পদের সংখ্যা ৯টি। চাকরির গ্রেড ১২। বেতন স্কেল ১১,৩০০-২৭,৩০০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে এসএসসিসহ ট্রেড সার্টিফিকেট পাস হতে হবে। সশস্ত্র বাহিনী থেকে সমমানের সনদসহ দ্বিতীয় গ্রেডের ওয়্যারলেস অপারেটিং সার্টিফিকেটধারীরাও আবেদন করতে পারবেন।

 

ট্রাফিক সুপারভাইজার : 

পদের সংখ্যা ২টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

এইচএসসি পাস যে কেউ আবেদন করতে পারবেন। তবে আগ্রহী প্রার্থীকে টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে।

 

নিম্নমান সহকারী, সময় রক্ষক ও সহকারী কোষাধ্যক্ষ :

পদের সংখ্যা ২টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীকে এইচএসসি (বাণিজ্য) পাস হতে হবে। সাথে থাকতে হবে টাইপিংয়ের দক্ষতা।

 

গ্রিজার :

পদের সংখ্যা ২টি। চাকরির গ্রেড ১৭। বেতন স্কেল ৯,৩০০-২১,৮০০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাও থাকতে হবে।

 

দপ্তরি :

পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৯। বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছর। আগ্রহী প্রার্থীকে এসএসসি পাস হলেই জলবে।

 

মার্কম্যান :

পদের সংখ্যা ৫টি। চাকরির গ্রেড ১৯। বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা। বয়স ১৮ থেকে ৩০। প্রার্থীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

 

তোপাষ :

পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৯। বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা। বয়স ১৮ থেকে ৩০। প্রার্থীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞ হতে হবে।

 

ভাণ্ডারী :

পদের সংখ্যা ২২টি। চাকরির গ্রেড ১৯। বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা। বয়স ১৮ থেকে ৩০। প্রার্থীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায়  উত্তীর্ণ হতে হবে। রান্নায় অভিজ্ঞদের আবেদন করতে বলা হয়েছে।

 

অফিস সহায়ক :

পদের সংখ্যা ১১টি। চাকরির গ্রেড ২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। বয়স ১৮ থেকে ৩০।প্রার্থীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায়  উত্তীর্ণ হতে হবে।


 

আগ্রহী প্রার্থীকে নিম্নোক্ত ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের নিয়ম ও অন্য শর্তাবলি www.jobsbiwta.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

আবেদন ফি :

আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে এ পদগুলোর জন্য ২১৫ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সিস্টেম ‘রকেট’–এর মাধ্যমে জমা দিতে হবে ।

 


মন্তব্য