করোনায় মারা গেলেন সাকারিয়ার বাবা

১০ মে ২০২১

রাজস্থান রয়্যালসের পেসার চেতন সাকারিয়ার বাবা কাঞ্জিভাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা বাবা একজন টেম্পু ড্রাইভার ছিলেন। 

কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে তার এক বছরের ছোট ভাইকে হারিয়েছেন। এবার হারালেন বাবাকেও।

কিছুদিন আগে আইপিএলের এবারের আসর স্থগিত হওয়ার পর চেতন সাকারিয়া জানিয়েছিলেন, তার বাবা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আইপিএলের টাকা বাবার চিকিৎসা করাচ্ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। সবরকম চেষ্টা করেও বাঁচানো যায়নি কাঞ্জিভাইকে। তরুণ ক্রিকেটার আগের দিনই বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তার টেম্পো ড্রাইভার বাবার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

 


মন্তব্য
জেলার খবর