অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে রোববার রাতে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছে এসি মিলান। এ জয়ে তিন নম্বরে উঠে এলো দলটি।
এদিন নিজেদের মাঠে মিলানের কাছে পাত্তাই পায়নি দলটি। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও, কোনো গোলের দেখা পায়নি। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রথম গোলটি করে ব্রাহিম ডিয়াজ। ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে হুয়ান কুয়াদরাদোর বাধা এগিয়ে ডান পায়ে শটে গোল করেন তরুণ স্প্যানিয়ার্ড।
প্রথমার্ধে নিষ্প্রভ ক্রিস্টিয়ানো রোনালদো ৬৮তম মিনিটে ডি-বক্সে দুজনকে কাটিয়ে শট নেন। কিন্তু পর্তুগিজ সুপারস্টারের শট ক্রসবারের ওপর দিয়ে যায়।
৭৮ মিনিটে গোল করেন আন্তে রেবিচ। সতীর্থের পাস ডি-বক্সের সামনে পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই ক্রোয়েট স্ট্রাইকার। তিন মিনিটের ব্যবধানে স্কোরলাইন ৩-০ করেন ফিকায়ো তোমোরি।
টানা দশম শিরোপা জয়ের লক্ষ্যে মৌসুম শুরু করেছিল জুভেন্টাস। কিন্তু তা হয়নি। দীর্ঘ ১১ বছর শিরোপা ঘরে উঠেছে ইন্টার মিলানের।
৩৫ ম্যাচ ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে জুভেন্টাস। ৭০ পয়েন্ট নিয়ে নাপোলি আছে চারে। ৭২ পয়েন্ট নিয়ে এসি মিলান তৃতীয় ও আতালান্তা দ্বিতীয় স্থানে। ৮৫ পয়েন্ট চ্যাম্পিয়ন ইন্টার মিলান।