বছর শুরুর প্রথম তিন সপ্তাহে ঊর্ধ্বমূখীই ছিল দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। কিন্তু গত সপ্তাহে হঠাৎ করেই হোঁচট খেলো দরে। গণনায় ২৭টি প্রতিষ্ঠান নতুনভাবে যুক্ত হওয়ার পরেও এ সপ্তাহে প্রধান সূচক ডিএসইএক্স’র পয়েন্ট ও গতি কমেছে, কমেছে লেনদেনও। আগের তিন সপ্তাহে টানা উত্থানে যেখানে বাজার মূলধন বেড়েছিল ২৩ হাজার কোটি টাকার বেশি, সেখানে এক সপ্তাহের ব্যবধানেই বাজার মূলধন কমেছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদরও।
প্রাপ্ত তথ্য বলছে, গত সপ্তাহের লেনদেন শেষে ৫ লাখ ৬২ হাজার ৯০২ কোটি টাকায় দাঁড়িয়েছে বাজার মূলধন। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৫ লাখ ৬৫ হাজার ২৩৫ কোটি টাকা। এ হিসাবে ২ হাজার ৩৩৩ কোটি টাকা কমেছে বাজার মূলধন। আর আগের তিন সপ্তাহে বেড়েছিল ২৩ হাজার ৩৯ কোটি টাকা।
শেয়ার লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে ২৬৮টির, বেড়েছে ৯৯টির আর অপরিবর্তিত রয়েছে বাকি ২১টির। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৭৮ দশমিক ১৪, ডিএসই শরিয়াহ সূচক ৮ দশমিক ৪২ ও ডিএসই-৩০ ৩৩ দশমিক শূন্য ৪ পয়েন্ট কমেছে। আগের তিন সপ্তাহে ডিএসইএক্স ৩৪৯ দশমিক শূন্য ৩, ডিএসই শরিয়াহ সূচক ৭৭ দশমিক ২৮ ও ডিএসই-৩০ ১০২ দশমিক ৮০ পয়েন্ট বেড়েছিল।
গত সপ্তাহে গড়ে প্রতি কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ২২৯ কোটি ৮৫ লাখ টাকা। অথচ আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ১ হাজার ৬৪৮ কোটি ৬৩ লাখ টাকা। সে হিসাবে দৈনিকের লেনদেন কমেছে গড়ে ৪১৮ কোটি ৭৮ লাখ টাকা। গত সপ্তাহে লেনদেন হয়েছে মোট ৬ হাজার ১৪৯ কোটি ২৮ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ৮ হাজার ২৪৩ কোটি ১৯ লাখ টাকা। সেই হিসাবে মোট লেনদেন কমেছে ২ হাজার ৯৩ কোটি ৯১ লাখ টাকা।
এমকে