পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ হতাহত ৯

১০ মে ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরো ৫ জন। সোমবার (১০ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে সাধনপুর ইউপির বৈলগাঁও দমদমা দিঘীর পাড় এলাকায় ও উপজেলা সদরের জলদী স্পেশাল বাস কাউন্টারের পাশে ছমিউদ্দীন চৌধুরীর ঘাটার সামনে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- বান্দরবন নাইক্ষ্যংছড়ি মধ্যম বাইশারী এলাকার হাশেমের ছেলে আব্দুর রহিম (২৫), চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী গ্রামের আরমানের স্ত্রী সানজিদা করিম (২৩) ও তার মেয়ে প্রিয়া মনি (৭) এবং দক্ষিন জলদী গ্রামের অনঙ্গ মোহন চক্রবর্তীর ছেলে দুলাল চক্রবর্তী (৭০)। আহতরা হলেন-  আরমান (৩০), আইয়ুব ও (২৮) জসীমউদ্দীন (২৪)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুই জনের পরিচয় জানা যায়নি।

দুলাল চক্রবর্তী ছাড়া বাকিরা নিহত হয়েছেন ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে, দুলাল চক্রবর্তী নিহত হয়েছেন ট্রাক চাপায়। ট্রাক-অটোরিকশার সংঘর্ষটি ঘটে বৈলগাঁও দমদমা দিঘীর পাড় এলাকায়। আর ছমিউদ্দীন চৌধুরীর ঘাটার সামনে দুলাল চক্রবর্তীকে ট্রাক চাপা দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা  জানান, ঘটনাস্থলে আনোয়ারা থেকে চকরিয়ার পেকুয়াগামী অটোরিকশার সঙ্গে চট্টগ্রামগামী সিমেন্টবাহী  ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার  তিন যাত্রী নিহত হন।  অটোরিকশার চালকসহ আরো ২ যাত্রী আহত হয়। অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সফিউল কবীর  বলেন, ট্রাক ২ টি জব্দ করা হয়েছে। ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার আনোয়ারা–বাঁশখালী (সার্কেল) হুমায়ন কবীরসহ পুলিশ কর্মকর্তারা।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর