ভালোই চলছিল তাদের দিনে চুরি আর রাতে ইয়াবার ব্যবসা

১০ মে ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

লোক ৪ জন, ‍দিনে করতো সাইকেল চুরি, আর রাত হলেই করতো ইয়াবার ব্যবসা। আটকের আগে পর্যন্ত বেশ ভালোই চলছিল তাদের চুরি ও মাদকের ব্যবসা। কিন্তু তাদের মধ্যে দুজনকে সাইকেল চুরির সময় হাতেনাতে আটক করে পুলিশ। ঘটনাটি চট্টগ্রাম মহানগরীর, ডবলমুরিং থানার বলিরপাড়া সিডিএ ১ নম্বর গলির শেষ মাথা থেকে তাদের আটক করা হয় রোববার (৯ মে) রাতে। এ তথ্য জানা গেছে পুলিশ সূত্রে।

আটকরা হলোঃ আব্দুল মালেক রুমান (২২) ও বেলাল উদ্দিন রনি (২৮)। ডবলমুরিং থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মোহাম্মদ মহসীন বলেন, এ চারজনের মধ্যে দুইজন রেকি করে সাইকেলের অবস্থান নিশ্চিত করে। এরপর চারজন মিলেই সেই সাইকেল চুরি করে। তিনি আরো বলেন, তাদের মধ্যে একজন ইয়াবা সংগ্রহ ও একজন ইয়াবা জমা রাখে এবং বাকি দুই জন ক্রেতা সংগ্রহ করে।

তাদের আটক প্রসঙ্গে ওসি জানান, গতকাল রাতে যখন তারা ইয়াবা বিক্রি করতে যাচ্ছিল, তখনই বলিরপাড়া সিডিএ ১নং গলির শেষ মাথার জুনাইদ কটেজে একটি সাইকেল দেখতে পায়। সাইকেলটি চুরি করার সময় ঘরে থাকা সিসি ক্যামেরায় ঘটনাটি দেখতে পেয়ে গৃহকর্তী চিৎকার করেন। তার চিৎকার শুনে লোকজন এসে রুমানকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যায়। পরে রুমানের দেয়া তথ্যের ভিত্তিতে রনিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বেশকিছু ইয়াবা উদ্ধার করা হয়।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর