বগুড়ায় ধান ও চাল সংগ্রহ শুরু

১০ মে ২০২১

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে সরকারিভাবে চলতি মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ২ হাজার ৯০০ মেট্রিকটন ধান ও  মিলারের কাছ থেকে ১৫ হাজার ১৫৪ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে।

সোমবার (১০ মে ) বেলা সাড়ে ১১টায় শেরপুর ও মির্জাপুর খাদ্য গুদামে অভ্যন্তরীন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন শেরপুর-ধুনট নির্বচানী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  হাবিবর রহমান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম জানান,  লটারির মাধ্যমে নির্বাচিত  প্রত্যেক কৃষক ১ থেকে ৩ টন ধান দিতে পারবেন। এছাড়াও ৭টি অটো রাইস মিলসহ ৩৭০ জন মিলারের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম,  শেরপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, মির্জাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রব্বানী, প্রেস ক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর থানা চাউল কল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ভুইয়া, সাধারণ সম্পাদক আলিমুল রেজা হিটলার, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।

 

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর