চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরীতে পাহারা বসিয়ে জুয়া খেলার সময় ১৪ ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় তাদের কাছে থেকে জব্দ করা হয় সাড়ে ৫শ পিস ইয়াবা, জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা। সোমবার ভোরে চৈতন্য গলি মুনিরিয়া টাওয়ারের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আবুল হোসেন (৩৫),জাকির হোসেন (৩৫), রঞ্জু (৪১),বাবু (২৩), সাকিব (২১), শাজাহান মিয়া (৫৩), সুমন (৩২),রবি হোসেন রনি (২৫),শেখ ফরিদ (২৮),মাসুদ (৪৮),আবু কালাম (৫২),শহীদুল ইসলাম (৪৩), ইব্রাহীম (২৮) ও আকবর (২৬)। আবুল হোসেন নামের এক ব্যক্তি ছাদসহ বিল্ডিংটিতে আসার সব পথে লোক দিয়ে পাহারা বসিয়ে এ জুয়ার আসর পরিচালনা ও ইয়াবার ব্যবসা করছিল বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করেছে পুলিশ। এছাড়া ইয়াবা উদ্ধারের ঘটনায়ও জড়িতদের বিরুদ্ধে পৃথক একটি মামলা হয়েছে।
দিলীপ কুমার তালুকদার/এমকে