মা তুমি স্বর্গের টুকরার অংশ : শবনম ফারিয়া

১১ মে ২০২১

মায়ের প্রতি ভালোবাসা শাশ্বত-চিরন্তন। দুনিয়ায় মা শব্দের চেয়ে অতি আপন শব্দ আর নেই। 

তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পোস্ট করেছেন মায়েদের ছবি। অনেকেই আবার শেয়ার করেছেন মায়ের সঙ্গে ছোটবেলার স্মৃতি।

ছোটবেলার একটি ছবি দিয়ে শবনম ফারিয়া লিখেছেন, মা দিবসে সমস্ত মাকে শুভেচ্ছা! মা তুমি স্বর্গের টুকরার অংশ। দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।


মন্তব্য
জেলার খবর