মা মানেই মাথায় হাত বুলিয়ে সাহস দেয়া : আখি আলমগীর

১১ মে ২০২১

মায়ের প্রতি ভালোবাসা শাশ্বত-চিরন্তন। দুনিয়ায় মা শব্দের চেয়ে অতি আপন শব্দ আর নেই। 

তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পোস্ট করেছেন মায়েদের ছবি। অনেকেই আবার শেয়ার করেছেন মায়ের সঙ্গে ছোটবেলার স্মৃতি।

সংগীতশিল্পী আখি আলমগীর লিখেছেন,

মা মানেই অন্যরকম নিশ্চিন্ততা

মা মানেই শক্তি

মা মানেই মাথায় হাত বুলিয়ে সাহস দেয়া

মা মানেই আশ্রয়

মা মানেই অবাধ অধিকার

মা মানেই “সন্তান সবার আগে”

মা মানেই গান, কবিতা

মা মানেই সেরা রাঁধুনি

মা মানেই “সব শাড়ী আমার”

মা মানেই সুন্দর একটা মানুষ ......

শুভ বিশ্ব মা দিবস আমার এবং পৃথিবীর সব মা কে শুভেচ্ছা।


মন্তব্য
জেলার খবর