খামেনিকে চিঠি পাঠালেন ইসমাইল হানিয়া

১১ মে ২০২১

রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ করে একটি চিঠি পাঠান  হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। 

এতে জেরুসালেম আল-কুদস শহরে ইসরাইলি সেনাদের চলমান আগ্রাসন, ফিলিস্তিনি ভূখণ্ডকে ইহুদিকরণ, ও আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলার মতো ঘটনার দিকে তিনি সর্বোচ্চ নেতার দৃষ্টি আকর্ষণ করেন। 

পবিত্র রমজান মাসে ইসরাইলের আগ্রাসী তৎপরতার সমালোচনা করে ইসমাইল হানিয়া বলেন, ইসরাইলকে এ ধরনের তৎপরতার জন্য বিপজ্জনক পরিণতির মুখে পড়তে হবে। ইসরাইলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ইসমাইল হানিয়া ইরানের সর্বোচ্চ নেতার প্রতি বিশেষ আবেদন জানান। 


মন্তব্য
জেলার খবর