প্রাণঘাতী করোনার সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানলেন ভারতীয় অভিনেতা রাহুল ভোহরা। মৃত্যুর ২৩ ঘণ্টা প্রধানমন্ত্রীকে ট্যাগ করে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দেন ৩৫ বছর বয়সে প্রয়াত রাহুল।
ভারতের প্রধানমন্ত্রীকে ট্যাগ করে শনিবার রাহুল লিখেছিলেন, ‘আমি যদি ভালো চিকিৎসা পেতাম, তাহলে বেঁচে যেতাম। চিকিৎসা নেই, অর্থ নেই। এখন আমি সব শক্তি হারিয়ে ফেলেছি। খুব শীঘ্রই জন্ম নেব। অনেক ভাল ভাল কাজ করব। এখন যেন আর সাহস নেই আমার মধ্যে।’
পোস্টের সঙ্গে কোন হাসপাতালের কত তলায়, ওয়ার্ড নম্বর, বেড নম্বর— সব তথ্য লিখে দিয়েছিলেন রাহুল। ফেসবুকে এর আগের পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি কোভিড পজিটিভ। হাসপাতালে সাধারণ বেডে ভর্তি আছি। চার দিন হতে চলল আমার কোনো উন্নতি নেই। আমার আইসিইউ দরকার। আমার অক্সিজেন লেবেল ক্রমশ কমছে। আর আমাকে দেখভালের কেউ নেই। আমি নিতান্তই অসহায় হয়ে এই পোস্ট করছি। কারণ, বাড়ির লোকেরা আর পরিস্থিতি সামাল দিতে পারছে না।’
আনন্দবাজার পত্রিকা