করোনা আক্রান্ত কাজল

৩০ জানুয়ারী ২০২২


করোনার ৩য় ঢেউয়ে বিদ্ধস্ত ভারতের মুম্বাই। একের পর এক তারকদের করোনায় আক্রান্তের খবর আসছে। এবার করোনা আক্রান্ত হলেন কাজল। অভিনেতা নিজেই অনুরাগীদের সেই খবর দিলেন।

 

রোববার ইনস্টাগ্রাম মেয়ে নিয়াশার ছবি পোস্ট করেন কাজল। মেহেন্দি হাতে মেয়ের ছবির ক্যাপশনে কাজল জানান, নিজের ছবি পোস্ট করতে পারছেন না।

 

কাজল সুলভ রসিকতায় ‘ডিডিএলজে গার্ল’ জানান সর্দিতে ব্যতিব্যস্ত তিনি। তাই নিজের ছবি পোস্ট করছেন না। করোনা আক্রান্ত হওয়ায় আপাতত তিনি আইসোলেশনে রয়েছেন। মেয়েকে ‘মিস’ করছেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর