মন্তব্য
জার্মানির প্রায় একশটি ক্যাথলিক গির্জার পুরোহিতরা সোমবার থেকে সমকামী দম্পতিদের বিয়ের সময় আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন।
গত মার্চে ক্যাথলিক গির্জা ঈশ্বর ‘পাপকে আশীর্বাদ করতে পারেন না’ এমন বক্তব্য দেয়ার পর ‘লাভ উইন্স’ আন্দোলন শুরু হয়।
এর আগে লাভ উইন্স’র পক্ষ থেকে বলা হয়েছিল, ‘যেসব দম্পতি অংশগ্রহণ (বিয়েতে) করেন তাদের সেই আশীর্বাদ পাওয়া উচিত যেটা ঈশ্বর তাদের দিতে চান- কোনও গোপনীয়তা ছাড়াই।’
বিবিসি