মন্তব্য
কোভিডে বিপর্যস্ত ভারতে অন্ধ্রপ্রদেশের তিরুপাতিতে কোভিড রোগীদের সৎকারের কাজ করছে তাবলিগ জামাত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মরদেহই সৎকার করছে তারা।
গত এপ্রিলে তিরুপাতিতে দৈনিক প্রায় ১৫টি করে মরদেহ দাহ করেছেন তাবলিগের স্বেচ্ছাসেবকরা। আর মহামারির শুরু থেকে সবমিলিয়ে ৫৬৩টি মরদেহের সৎকার হয়েছে তাদের হাতে।
শুধু এই কাজের জন্যই তিরুপতি ইউনাইটেড মুসলিম অ্যাসোসিয়েশনের অধীনে কোভিড-১৯ জয়েন্ট অ্যাকশন কমিটি (জেএসি) গঠন করেছে তারা।
আনন্দবাজার