ক্রমশ ফিকে হচ্ছে ‘মোদি ম্যাজিক’। তার ‘আচ্ছে দিন’ এখন রীতিমতো হাস্যরসের ব্যাপারে পরিণত হয়েছে। পরবর্তী লোকসভা নির্বাচন তিন বছর পর। এর মধ্যে নতুন কোনো জাদু নিয়ে হাজির হতে না পারলে লেজেগোবরে পরিস্থিতিতে পড়তে হতে পারে বিজেপিকে। দলের নেতারাই জানিয়েছেন এমন শঙ্কার কথা।
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে কার্যত ব্যর্থ মোদি সরকার। অক্সিজেন, ভ্যাকসিন, প্রয়োজনীয় ওষুধের জন্য হাহাকার দেশজুড়ে। অভিযোগ উঠেছে, গত এক বছরে স্বাস্থ্য কাঠামো গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে। এই কোভিড পরিস্থিতির মধ্যেই চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট হয়েছে।
এরই মধ্যে আশা জাগিয়েও পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে পারেনি গেরুয়া শিবির। এমনকি, উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোটেও যোগী আদিত্যনাথের বিরোধীরা গড়েছে শক্তিশালী অবস্থান। আর এসবের জন্য মোদি সরকারের ‘ভ্রান্ত’ নীতিকে দায়ী করেছেন দলের একাংশ।
সংবাদ প্রতিদিন