আমার সবকিছুর মৌলিক ভিত্তি মা:জয়া

১১ মে ২০২১

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান ফেসবুকে এক পোস্টে লিখেছেন বেশ আবেগঘন লেখাও।

জয়া লেখেন, ‘আমি যদি সামান্য কিছু হয়ে উঠতে পেরে থাকি, আমার মা ছিলেন বলেই পেরেছি। আমার মা আছেন বলেই, আমার স্বপ্ন ছোঁয়ার জন্য এখনো যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস আমি রাখি। আমার সবকিছুর মৌলিক ভিত্তি আমার মা।

আজকে আমার মাকে সম্মান জানানো হলো। এর চেয়ে আনন্দের, এর চেয়ে গর্বের মুহূর্ত আমার জন্য আর কী হতে পারে! এই মুহূর্তটি আমার জন্য শুধু বিশেষ নয়, অতি অতি বিশেষ।’


মন্তব্য
জেলার খবর