দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ

১১ মে ২০২১

নড়াইল সংবাদদাতা


ঈদ-উল-ফিতর উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় অসহায় মানুষের মাঝে এক হাজার পিস শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১১ মে) সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ বোরহান উদ্দিনের উদ্যোগে এসব শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। করোনার এ সময়ে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি পেয়ে খুশি হয়েছেন সুফলভোগীরা। গত বছরও করোনাকালে এলাকার কর্মহীন অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী নিজ উদ্যোগে বিতরণ করেছেন বলে জানিয়েছেন সৈয়দ বোরহান উদ্দিন।

 

ফরহাদ খান/এমকে

 


মন্তব্য
জেলার খবর