২৪ ঘণ্টায় শনাক্ত এগারো শতাধিক

০৮ জানুয়ারী ২০২২

দেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নমুনায় পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১১৬ জনের। এ সময়ে মোট আক্রান্তের মধ্যে মারা গেছেন একজন, সুস্থ হয়েছেন ১৫৪ জন। পাঁচ দশমিক ৭৯ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ওই রোগী একজন নারী। তিনি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা, সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায়  নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৫৮৬টি। নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৫৮৬টি।

অধিদফতরের রাখা হিসাবে, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনের। এর মধ্যে ২৮ হাজার ৯৯ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৬৮৮ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৮১৫টি। শনাক্তের হার ১৩ দশমিক ৬৭।

এমকে

 


মন্তব্য
জেলার খবর