লেভান্তের সাথে বার্সার ড্র

১২ মে ২০২১

শেষের পথে লা লিগা। একটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। শিরোপা লড়াইয়ের উত্তাপ বাড়ছে। এরই মধ্যে মঙ্গলবার রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে শিরোপা রেসে থাকা বার্সেলোনা হতাশ করেছে ভক্তদের। ঘরের মাঠে দলটি লেভান্তের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে। এই ড্রয়ে শিরোপা জয়ের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল মেসিরা।
৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সা। ৩৫ ম্যাচে সেখানে ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। বাকি তিন ম্যাচ জিতলে হিসাব ছাড়া চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো। তবে যদি গড়বড় করে ফেলে, সে ক্ষেত্রে সুযোগ থাকবে বার্সা ও রিয়ালের জন্য।
ঘরের মাঠে মেসি নৈপুন্যে ২৫ মিনিটে এগিয়ে যায় বার্সা। জর্দি আলবার ক্রসে বল প্রতিপক্ষের মাথা হয়ে ডি-বক্সে ফাঁকায় পান মেসি। প্রায় শুয়ে পড়ে বাঁ পায়ের ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। আসরে মেসির গোল হলো ২৯টি। ২১ গোল নিয়ে তালিকার দুই নম্বরে করিম বেনজেমা।
৩৪ মিনিটে দেম্বেলের সহায়তায় বার্সার দ্বিতীয় গোল করেন পেদ্রি। প্রথমার্ধে আরও দুটি গোলের সুযোগ তৈরি করেছিলেন মেসি; কিন্তু আলবার লক্ষ্যভ্রষ্ট শটের পর বিরতির একটু আগে ঠিকমতো হেড করতে ব্যর্থ হন সার্জিও বুসকেটস।
প্রথমার্ধে একচ্ছত্র আধিপত্য করলেও বিরতির পর তা ধরে রাখতে পারেনি বার্সেলোনা। দুই মিনিটে দুই গোল করে উল্টো চাপ দেয় লেভান্তে। ৫৭ মিনিটে সতীর্থের ক্রসে হেডে ব্যবধান কমান স্প্যানিশ মিডফিল্ডার গনজালো মেলেরো (১-২)। আর ৫৯ মিনিটে ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে স্কোরলাইন ২-২ করেন লেভান্তের লুইস মোরালেস।
৬৪ মিনিটে আবার লিড নেয় বার্সা। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে বুলেট গতির শটে গোল করেন দেম্বেলে। শেষটা বিষাদের বার্সার। ৮৩ মিনিটে লেভান্তের হয়ে সমতাসূচক গোল করে দলকে জয়ের সমান ড্রয়ের আনন্দ দেন সার্জিও লিওন। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।


মন্তব্য
জেলার খবর