মন্তব্য
সালমান খান ও দিশা পাটানি অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রাধে’। বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের সঙ্গে স্ক্রিনশেয়ারেই স্বপ্নপূরণ দিশার। তবে মন খারাপ ভাইজানের। কারণ এবার ১০০ কোটির ক্লাব হাউজে নাম ঢুকবে না তার।
১৩ মে মুক্তি পাচ্ছে সালমানের ‘রাধে’। এই প্রথম থিয়েটারে না, ওটিটিতে মুক্তি পাবে সালমানের বিগ বাজেট ফিল্ম। ওটিটি প্লাটফর্ম জিফাইভ আনছে সালমান খানের নতুন এ চলচ্চিত্রটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের অন্যান্য দেশে সিনেমা হলে মুক্তির পর ছবিটি জিফাইভে মুক্তি দেওয়া হবে। কিন্তু বাংলাদেশি দর্শকরা ১৩ মে থেকে এটি দেখতে পারবেন।