মন্তব্য
অভিনেত্রী কঙ্গনা লিখেছেন- ‘আমার ইনস্টাগ্রাম পোস্টে অনেকে দুঃখ পেয়েছেন। তাই ডিলিট করে দিল। মানে সন্ত্রাসবাদী, কমিউনিস্ট, সমব্যাথী শুনেছিলাম কিন্তু কোভিড ফ্যান ক্লাব! দারুন তো। এই সবে দুদিন হলো ইনস্টাগ্রামে পোস্ট করেছি। মনে হয় না এক সপ্তাহের বেশি টিকব।’
তিনি আরও বলেন, ‘ইনস্টাগ্রামে সকলেই পুঁজিবাদের শিকার। কারও মানবিক মূল্যবোধ-সহানুভূতিটুকু নেই। দেশকে অসম্মানিত করে তুলছে এরা। আমি অপেক্ষা করছি কখন ইনস্টাগ্রাম আমাকে ব্যান করবে। এটা আমার পক্ষে সম্মানের।’
আনন্দবাজার পত্রিকা