কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না : স্বস্তিকা

১২ মে ২০২১

ভারতের মানুষ যখন অক্সিজেন জোগাতে ব্যস্ত তখনই বাবা রামদেব বলেন, ভগবান এ বিশ্বে তৈরি করে দিয়েছেন অক্সিজেন। তাহলে আপনারা কেন বাইরে অক্সিজেন সিলিন্ডার খুঁজছেন?

যেখানে মানুষ বিজ্ঞানকে ভিত্তি করে যুদ্ধ জিততে বদ্ধপরিকর, সেখানে এমন অবৈজ্ঞানিক কথা মানুষকে এ বিপদের মুহূর্তে আরও বেশি বিভ্রান্ত করবে বলে মনে করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

রেগে গিয়ে তিনি টুইট করে জানান, সাধারণ মানুষকে এসব ভুল বোঝাচ্ছেন! কেন এটা কোনো অন্যায় নয়? কেন কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না?


মন্তব্য
জেলার খবর