চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরে মায়মনা খাতুন ওরফে ফাইমা (১৯) নামের এক মহিলার লাশ তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে থানায় নেওয়া হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) সকালে গুনাইগাছা পশ্চিমপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ দম্পতির বসতঘরের আড়ার সঙ্গে ঝুলছিল লাশটি।
ফাইমার স্বামীর নাম নুরুল ইসলাম। বছর দুয়েক আগে তাদের বিয়ে হয়। ফাইমার বাবার বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলায়, বিজয় হোসেন তার বাবা। তার স্বামীর পক্ষের লোকজনের দাবি, ফাইমা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
চাটমোহর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলছেন, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানায় আনা হয়। ময়নাতদন্ত সংশ্লিষ্ট চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান, ওই মহিলা আত্মহত্যা করেছেন। তার পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকলে স্বামীকে ছেড়ে দেওয়া হবে। আর অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমকে