মন্তব্য
ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। এই সিনেমায় দিশার ভাইয়ের ভূমিকায় অভিনয় করছেন টাইগার শ্রফের বাবা অভিনেতা জ্যাকি শ্রফ। শুটিংয়ের সময় ছেলে টাইগারের প্রেমিকা অভিনেত্রী দিশা পাটানির মুখ থেকে ‘ভাই’ ডাক বেশ বিড়ম্বনায় ফেলে অভিনেতাকে।
এদিকে দিশাও ভেবে পাচ্ছেন না, ছবির সেটে জ্যাকিকে কী বলে সম্বোধন করবেন। স্যার, আঙ্কেল নাকি অন্যকিছু। এই বিষয়ে জ্যাকি বলছেন, ‘এমনিতে দুটো মানুষ যখন কথা বলেন তখন নাম ধরে বা কিছু সম্বোধন না করলেও চলে। কিন্তু আমার মনে আছে দিশা আমায় স্যার বলেই ডেকেছে বেশ কয়েকবার।’
তিনি আরও বলেন, ‘আঙ্কেল শুনতে অদ্ভুত মনে হয়। যে সম্বোধন করছে তার বাবার ভাইয়ের মতো নিজেকে মনে হয়। সেটা তো সম্ভব নয়। দুজনের পরিবার তো আলাদা।’