ইরানি নৌবহরে মার্কিন নৌবাহিনীর গুলি

১২ মে ২০২১

পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজ ঘেরাও করায় ইরানি নৌবহরের দিকে ৩০ দফা গুলি ছোড়া হয়েছে। এক মাসেরও কম সময়ে দ্বিতীয়বার মুখোমুখি হলো এই দুই দেশ।

পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজ ঘেরাও করায় ইরানি নৌবহরের দিকে ৩০ দফা গুলি ছোড়া হয়েছে। এক মাসেরও কম সময়ে দ্বিতীয়বার মুখোমুখি হলো এই দুই দেশ।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি গতকাল সোমবার বলেন, 'ইরানের রেভল্যুশনারি গার্ডের ১৩টি সশস্ত্র স্পিডবোট ছিল বহরে। মার্কিন দুটি জাহাজ, ফায়ারবোটের ৪৬০ ফুট দূরত্বে চলে এসেছিল সেগুলো। জাহাজগুলো মূলত মিসাইলবাহী সাবমেরিন ইউএসএস জর্জিয়ার পাহারায় নিয়োজিত ছিল। এ সময় সংকেত পাঠিয়ে তাদের কয়েকবার সতর্ক করা হলেও সেগুলো নিরাপদ সীমানা অতিক্রম করে। তখন তাদের হুঁশিয়ার করতে গুলি ছোড়া হয়।'

বিবিসি


মন্তব্য
জেলার খবর