মন্তব্য
ভারতের বিহারে বক্সার জেলার চৌসায় সোমবার গঙ্গায় ভেসে আসে প্রচুর লাশ। একসঙ্গে এতগুলো দেহ গঙ্গার তীরে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। সেই মৃতদেহগুলোকে কুকুর ছিঁড়ে খাচ্ছিল।
সরকারি কর্মকর্তাদের অনুমান, ৩৫-৪০টি দেহ ভেসে আসে। দেহগুলো এসেছে উত্তর প্রদেশ থেকে। গরিব মানুষরা সম্ভবত দাহ করার খরচ পর্যন্ত জোগাড় করতে পারেননি। সেই সঙ্গে করোনার ভয়ও আছে।
ডয়চে ভেলে