মন্তব্য
ইংল্যান্ডের ব্রাডফোর্ড শহরে গ্র্যান নামের এক নারী দাবি করছেন পঞ্চাশবারেরও বেশি সময় ভিনগ্রহের প্রাণী এলিয়েন তাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। ছোটকাল থেকে তার এই লড়াই চলে আসছিল বলে জানিয়েছে ওই নারী।
এলিয়েনরা অপহরণের পর ওই নারীর শরীরে যে আঘাতের চিহ্ন রয়ে গেছিল তা দেখান পলা। সেই সঙ্গে এলিয়েনরা দেখতে কেমন রুপালি রঙের হয় সেই ছবি আঁকেন তিনি।
পলা বলেন, আমার সাথে ৫২টি অলৌকিক ঘটনা ঘটেছে। আমি বুঝতেও পারি না যে আমার সাথে কিছু হতে যাচ্ছে। অনেকেই আমরা কথা বিশ্বাস করে না তবে আমি প্রমাণ দিয়েছি।