সালমানের দুই বোন করোনায় আক্রান্ত

১২ মে ২০২১

সালমান খানের নিজের পরিবারেই করোনা হানা দিল। আক্রান্ত হয়েছেন তার দুই বোন অলভিরা ও অর্পিতা।

বিষয়টি জানিয়ে তিনি বলেন, দূরের মানুষদের আক্রান্ত হওয়া ও তাদের চিকিৎসার নানা সমস্যার কথা শুনেছি এতদিন। এবার করোনা আমার ঘরের ভেতরে চলে এসেছে। করোনার দ্বিতীয় ঢেউ অনেক বেশি মারাত্মক, সকলের কভিড সতর্কতা মেনে চলা দরকার।

৫১ বছর বয়সী অলভিরা সালমান খানের নিজের বোন। তার স্বামী পরিচালক অতুল অগ্নিহোত্রী। আর অর্পিতাকে দত্তক নিয়েছে খান পরিবার, তবুও সে সবার প্রিয়। ২০১৪ সালে অভিনেতা আয়ুশ শর্মার সঙ্গে বিয়ে হয় তার। প্রিয় দুই বোনের দ্রুত আরোগ্য কামনা করেছেন সালমান।


মন্তব্য
জেলার খবর