৯ দিনে প্রবাসী আয় প্রায় ৮ হাজার কোটি টাকা

১২ মে ২০২১

চলতি মাসের প্রথম ৯ দিনে  ৯১ কোটি ৯০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার কোটি টাকা। মঙ্গলবার (১১ মে) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবছরই ঈদের আগে দেশে বেশি পরিমাণ রেমিট্যান্স পাঠায়  প্রবাসী বাংলাদেশিরা, তাদের আত্মীয়-স্বজনদের স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে।

তথ্য বলছে, এর আগের মাস এপ্রিলে  দেশে ২০৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায়  ১৭ হাজার ৫৬৯ কোটি টাকা) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা । গত বছর এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ডলার। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ২ হাজার ৬৭ কোটি (২০ বিলিয়ন) ডলারের মাইলফলক অতিক্রম করেছে। দেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ওমান, কাতার, ইতালি ও সিঙ্গাপুর থেকে এসেছে সিংহভাগ রেমিট্যান্স।

এমকে


মন্তব্য
জেলার খবর