ক’দিন আগে থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহ দেশের ২১ জেলায় ছড়িয়ে পড়েছে। আর ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে আরও ৯ জেলার তাপমাত্রা। এমন পরিস্থিতি আরও একদিন থাকতে পারে। এরপর কিছুটা বাড়ার সম্ভাবনা আছে তাপমাত্রা। রোববার (৩০ জানুয়ারি) এমন তথ্য জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা। এদিকে তীব্র শীতে এসব এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছেন, বিশেষত খেটে খাওয়া মানুষের ভোগান্তি চরমে পৌঁছছে।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে পঞ্চগড়ের তেতুলিয়ায়- ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে- এমন জেলাগুলো টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙ্গামাটি, চট্টগ্রাম (সীতাকুণ্ড), মৌলভীবাজার (শ্রীমঙ্গল), রাজশাহী, পাবনা (ঈশ্বরদী), বগুড়া, নওগাঁ ( বদলগাছি), রংপুর, দিনাজপুর, নীলফামারী (সৈয়দপুর ও ডিমলা), পঞ্চগড় (তেতুলিয়া), কুড়িগ্রাম (রাজারহাট), যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া (কুমারখালী) ও বরিশাল। ১০ ডিগ্রির মধ্যে আছে- চট্টগ্রামের সন্দ্বীপ, কুমিল্লা, ফেনী, সিরাজগঞ্জের তাড়াশ, সাতক্ষীরা, পটুয়াখালী, পটুয়াখালীর খেপুপাড়া ও ভোলার তাপমাত্রা।
রোববার বিভাগীয় শহরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১৩, ময়মনসিংহে ১১ দশমিক ২, চট্টগ্রামে ১২ দশমিক ৫, সিলেটে ১১ দশমিক ৯, রাজশাহীতে ৮ দশমিক ৬, রংপুরে ৯ দশমিক ২, খুলনায় ১১ এবং বরিশালে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
এমকে