শিশুকে রক্ষা করতে গিয়ে নছিমন চালক নিহত

১২ মে ২০২১

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
দুর্ঘটনার হাত থেকে এক শিশুকে রক্ষা করতে গিয়ে স্থানীয় যানবাহন নছিমনের চালক নিহত হয়েছেন। বুধবার (১২ মে বিকাল সাড়ে ৫টার দিকে কুড়িগ্রামের রাজারহাটের ধলগাছ ছোট ব্রীজেরপাড় এলাকায় রাজারহাট-সেলিমনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মিনু মিয়া (২৬), তিনি উপজেলার বিদ্যানন্দ সুখদেব এলাকার মোহাম্মদ নুর মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় নছিমনে থাকা তিনটি গরু আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নছিমনটি বড়বাড়িরহাট থেকে গরুগুলো নিয়ে রৌমারী দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে একটি শিশু হঠাৎ দৌড়ে নছিমনের সামনে চলে আসে। এসময় মিনু মিয়া তাকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে গেলে নছিমনটি উল্টে ধুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলে মিনু মিয়ার মৃত্য হয়।

রাজারহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রাজু সরকার বলেন, মিনু মিয়ার লাশ ঘটনাস্থল থেকে তার পরিবারের লোকজন এসে নিয়ে গেছে। এ ঘটনায় রাজারহাট থানায় মামলা হয়েছে।

এ.এস.লিমন/এমকে

 


মন্তব্য
জেলার খবর