মন্তব্য
৯ মে কলোরাডো অঙ্গরাজ্যে একটি জন্মদিনের অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলি চালিয়ে ছয়জনকে হত্যার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। কলোরাডো স্প্রিংস এলাকার একটি মোবাইল হোম পার্কে এই হত্যাকাণ্ডের কারণ অবশেষে খুঁজে পাওয়া গেছে।
কলোরাডোর পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জন্মদিনের পার্টিতে দাওয়াত না পাওয়ায় মর্মাহত হয়ে ৬ জনকে হত্যা করেছেন ২৮ বছর বয়সী ওই অপরাধী। থিওডোরো মাসিয়াস নামের ওই বন্দুকধারী তার ২৮ বছর বয়সী প্রেমিকা সান্দ্রা ইবারা-পেরেজসহ তার আরও ৫ আত্মীয়কে খুন করেন। এরপর নিজেকে গুলি করে আত্মহত্যা করেন তিনি।
ওই হামলায় নিহত বাকিরা হলেন: মেলভিন পেরেজ (৩০), মেলভিনের মা জোয়ানা ক্রুজ (৫৩), মেলভিনের ভাই হোসে গুতেরেজ ক্রুজ (২১), মেলভিনের স্ত্রী মাইরা পেরেজ (৩২) এবং মাইরার ভাই হোসে ইবারা।
সিএনএন