যুক্তরাষ্ট্রের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও মানবাধিকারকর্মী নর্মান ফিংকেলস্টেন বলেছেন, ইসরাইল কেবল যুদ্ধাপরাধই করেনি, তারা মানবতাবিরোধী অপরাধ করেছে।
ইসরায়েল বলেছে যে তারা অধিকৃত ফিলিস্তিন ছেড়ে যাবে না। আন্তর্জাতিক আইন অনুসারে যা অবৈধ।
নর্মান ফিংকেলস্টেন আরও বলেন, তারা যদি অবৈধভাবে ফিলিস্তিনি ভূখণ্ড ইসরাইলের সঙ্গে একীভূত করে, তবে পূর্ব জেরুসালেমে তাদের কোনো অধিকার নেই। গাজায় তাদের কোনো অধিকার নেই। তাদের আত্মরক্ষার কোনো অধিকার নেই। তাদের অধিকার কেবল একটিই, তাহল সবকিছু গুছিয়ে ফিলিস্তিন ত্যাগ করা।
তিনি বলেন, নিজেদের ভূমি রক্ষার অধিকার ফিলিস্তিনিদের আছে। এই দখলদারিত্বের অবসানে তারা সব ধরনের উপায় ব্যবহার করতে পারবেন। যদি আপনাদের নাগরিকেরা ভূদস্যুদের হামলার শিকার হন, তবে প্রতিরোধ আন্দোলনের যোগ দেওয়ার সব অধিকার আপনাদের আছে।
আনাদুলু এজেন্সি