মন্তব্য
ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পরেও কারাগারে বসেই অফিস করতে পারবেন ফরাসি শহর ড্রাভেইলের মেয়র জর্জেস ট্রন।
সম্প্রতি ধর্ষণ ও যৌন হামলার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ৬৩ বছর বয়সী এই মেয়র। একটি আপিল আবেদনের পর কারাগার থেকে অফিস করার অনুমোদন দেওয়া হয়েছে তাকে।
স্থানীয় বিরোধী রাজনীতিবিদ ফ্রান্সকস ডামেরভাল বলেন, বর্তমান সিস্টেমটিই সমস্যাগ্রস্থ। কারণ ধর্ষণের দায়ে দোষী ব্যক্তিকেও সুরক্ষা দেয় এই ব্যবস্থা।
বিবিসি