মোকাবিলায় প্রস্তুত হামাস : ইসমাইল হানিয়া

১৩ মে ২০২১

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল হামলা বাড়ালে তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রতিরোধ আন্দোলন হামাস। মধ্যস্থতাকারীদের এমন তথ্য জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন হামাস নেতা ইসমাইল হানিয়া।

মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, যদি ইসরায়েল উত্তেজনা বাড়াতে চায়, আমরা তা প্রতিরোধে প্রস্তুত। যদি তারা বন্ধ করতে চায়, তাতেও আমরা প্রস্তুত।

ইসমাইল হানিয়া বলেন, জেরুসালেম ও আল-আকসায় আগুন জ্বালিয়ে দিয়েছে ইসরাইল। গাজায়ও আগুন জ্বালিয়েছে তারা। কাজেই পরিণতির জন্যও তারা দায়ী হবে। সহিংসতা মোকাবিলায় আমরা সম্মিলিতভাবে সামনে অগ্রসর হচ্ছি।

আলজাজিরা


মন্তব্য
জেলার খবর