ইসরাইলকে পাল্টা শিক্ষা দিতে কাজ শুরু

১৩ মে ২০২১

গাজায় ইসরাইলি বাহিনীর নির্বিচারে বোমাবর্ষণ চলছেই। এ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরাইলকে শিক্ষা দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। 

১২ মে পুতিনের সঙ্গে ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরাইলকে থামাতে এবং ‘পাল্টা শিক্ষা’ দিতে হবে। আঙ্কারা ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে। এই ইস্যুতে জাতিসংঘে তুরস্ক ও রাশিয়া ঘনিষ্ঠ সহযোগিতা প্রদর্শন করবে।

এরদোয়ান বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আগেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ জরুরি এবং পরিষদকে অবশ্যই ইসরায়েলের বিষয়ে পরিষ্কার ও সিদ্ধান্তমূলক বিবৃতি দিতে হবে। ফিলিস্তিনিদের রক্ষায় ওই অঞ্চলে আন্তর্জাতিক শান্তিরক্ষী পাঠাতে হবে। 

ডেইলি সাবাহ


মন্তব্য
জেলার খবর