পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদা উপজেলায় এক কবরস্থান থেকে চারটি লাশ (কঙ্কাল) চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (৩০ জানুয়ারি) বোদা পৌরসভার ভাসাইনগর কবরস্থানে। এর আগে একই উপজেলা থেকে ২৫ জানুয়ারি ১২টি ও ২৬ জানুয়ারি ১৪টি লাশ চুরি হয়। এদিকে একের পর এক লাশ চুরির ঘটনায় স্থানীয় মুসলমান সম্প্রদায়ের ক্ষোভ বিরাজ করছে। তাঁদের দাবি, ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। আর জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুরির ঘটনাটি সকালে স্থানীয়দের নজরে আসে। প্রথমে একটি কবরের মাটি সরানো দেখতে পান তারা। পরে কবরস্থানে ঢুকে দেখেন- পৃথক স্থানে চারটি কবরের মাটি সরানো। এর মধ্যে দুটি কবর থেকে পুরো লাশ ও বাকি দুটি থেকে মাথা ও পা রেখে শরীরের মাঝের অংশ চুরি হয়েছে। এদিকে ঘটনা জানাজানি হলে ওই কবরে স্থানীয় মানুষের ভিড় জমে।
বোদা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি, তদন্ত শেষে বিষয়টি জানা যাবে।
মো. সম্রাট হোসাইন/এমকে