দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪০ জন মারা গেছেন । নমুনা পরীক্ষায় করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছে এক হাজার ১৪০ জন। সংক্রামক এ রোগ থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৯২৮ জন।বুধবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জনের। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৪৫ জন এবং সুস্থ হয়েছেন ৭ লাখ ১৮ হাজার ২৪৯ জন। ৫৬ লাখ ৭৭ হাজার ২২২টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৬৯।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৪৬০টি, পরীক্ষা হয়েছে ১৫ হাজার ২৯৬টি। শনাক্তের হার ৭ দশমিক ৪৫। মারা যাওয়াদের মধ্যে ২৭ জন পুরুষ, নারী ১৩ জন। বিভাগ অনুযায়ী ঢাকায় ১৬ জন, চট্টগ্রামে ১৩ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ২ জন, বরিশালে ২ জন, সিলেটে একজন এবং রংপুরে ৩ জন। সরকারি হাসপাতালে ৩২ জন, বেসরকারি হাসপাতালে ৫ জন এবং বাড়িতে ৩ জন মারা গেছেন।
এমকে