মাত্র ১৫০ টাকায় বিয়ে!

১৩ মে ২০২১

বিয়ের খরচের বড় অংশ দান করেছেন করোনাখাতে। তারপর মাত্র ১৫০ টাকায় বিয়ে সেরেছেন তারকা দম্পতি ভিরাফ প্যাটেল ও সালোনি খান্না। মুম্বাইয়ের একটি আদালতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। 

তাদের বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র তিনবন্ধু। বিয়েতে সাক্ষী দিয়েছেন তারা। বিয়েতে আংটির বদলে নববধূর আঙুলে রাবার ব্যান্ড পরিয়ে দিয়েছেন ভিরাফ।

সাদামাটা বিয়েতে সাদা রঙের পোশাক পরেছিলেন ভিরাজ আর সালোনি। সাদা শাড়ির সঙ্গে ব্লাউজ পরেছিলেন সালোনি আর ভিরাফের পরনে ছিল ওয়েস্টার্ন ফরমাল পোশাক। বিয়ের পরে ফটোসেশনও করেছেন তারা।


মন্তব্য
জেলার খবর