গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সরকার প্রদত্ত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমএ। পাশাপাশি তাদের ওপর আরোপিত বিভিন্ন করের বিষয়ে সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানান। বুধবার (১২ মে) এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে এ দাবি জানান সংগঠনটির সভাপতি ফারুক হাসান।
ঈদ-উল- ফিতর উপলক্ষে পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন হয়। ফারুক হাসান বলেন, করোনা উদ্ভুদ পরিস্থিতে বর্তমানে কারখানাগুলো অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে লিপ্ত রয়েছে। তাই দুই বছরে ১৮টি কিস্তির পরিবর্তে তিন বছরে ৩০টি কিস্তির মাধ্যমে শ্রমিকদের বেতনভাতা পরিশোধে প্রণোদনা প্যাকেজের আওতায় প্রদত্ত ঋণ পরিশোধের সুযোগ চান তারা। আগামী পাঁচ বছর পর্যন্ত গার্মেন্টস শিল্পের জন্য রফতানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর শূন্য দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশ করার এবং করপোরেট ট্যাক্স হার ১২ শতাংশ ও গ্রিন কারখানার জন্য ১০ শতাংশ অপরিবর্তিত রাখার দাবি জানান। একই সঙ্গে নগদ সহায়তার ওপর আয়কর কর্তনের হার ১০% কমিয়ে শূন্য শতাংশ নির্ধারণ, অপ্রচলিত ও নতুন বাজারের রফতানি ধরে রাখতে প্রণোদনার হার ৪ শতাংশ থেকে ৫ শতাংশ করারও দাবি জানান।
এমকে