বিশ্ব সহিংস হয়ে উঠছে : ট্রাম্প

১৩ মে ২০২১

ইসরাইলকে লক্ষ্য করে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে রকেট হামলা বেড়ে যাওয়ার পেছনে বাইডেন প্রশাসনের ‘দুর্বলতা ও সমর্থনের অভাব’কে দায়ী করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্প দাবি করেছেন, তার শাসনামলে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় ছিল, কারণ তখন ইসরায়েলের শত্রুরা জানত, যুক্তরাষ্ট্র শক্তভাবে ইসরাইলিদের পাশে রয়েছে আর তারা হামলার শিকার হলে মোক্ষম জবাব দেয়া হবে।

তিনি বলেন, কিন্তু বাইডেনের আমলে বিশ্ব ক্রমেই সহিংস এবং অস্থিতিশীল হয়ে উঠছে। এর কারণ বাইডেনের দুর্বলতা এবং ইসরাইলের প্রতি সমর্থনের অভাব, যা আমাদের মিত্রদের নতুন হামলার মুখে ঠেলে দিচ্ছে।


মন্তব্য
জেলার খবর