ইসরাইলের বিরুদ্ধে অমুসলিমদেরও এগিয়ে আসা উচিৎ : স্বরা ভাস্কর

১৩ মে ২০২১

গাজা এলাকায় এয়ারস্ট্রাইক চালাচ্ছে ইসরাইলের বিমানবাহিনী। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন স্বরা ভাস্কর। ইসরাইলকে সন্ত্রাসবাদী দেশ বলে আক্রমণ করে স্বরা লেখেন- ইসরাইল একটা বর্ণবাদী রাষ্ট্র, ইসরাইল একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র, অনেক বলা হয়েছে…' সঙ্গে জুড়ে দেন আল আকসা এবং ফ্রিপ্যালেস্টাইন হ্যাশট্যাগ। 

স্বরা অপর টুইটে লেখেন- ' ফিলিস্তিন  এবং ফিলিস্তিনেরদের জন্য সুবিচার চাওয়াটার সঙ্গে ইসলামের কোনও যোগসূত্র নেই… অন্তত শুধুমাত্র সেটা ধর্মীয় কারণ হতে পারে না… প্রথম এবং সবার আগে সেটার সঙ্গে সাম্রাজ্যবাদবিরোধী, উপনিবেশিকতাবাদবিরোধী এবং বর্ণবিরোধী কারণ যুক্ত রয়েছে। সেই কারণে এটা নিয়ে আমাদের সবার মাথাব্যাথা থাকা উচিত, অমুসলিমদেরও থাকা উচিত'। 

প্রায় ১১ বছর আগে ফিলিস্তিনের গাজায় গিয়ে সেদেশের পতাকা হাতে ইসরাইলি সেনাকে ‘মধ্যমা দেখানোর' একটি বিতর্কিত ছবিও পোস্ট করেন স্বরা। 

 


মন্তব্য
জেলার খবর