বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ প্রত্যাখান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী মানবিক বলেই দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে জেলের বাইরে এনে মুক্তভাবে সুচিকিৎসা নেয়ার সুযোগ করে দিয়েছেন। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন। দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মির্জা ফখরুল বলেন, সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছে।
বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা মানবিকতার কথা বলেন, কিন্তু ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে নারী হত্যা, শিশু হত্যা এবং অন্তঃসত্ত্বা নারী হত্যাকে আপনারা বিদ্রূপ করছেন। এটা কোন মানবিকতা। জাতি আজ সেটা জানতে চায়। তিনি বলেন, আপনারা কিন্তু খালেদা জিয়াকে আন্দোলন করে মুক্ত করতে পারেননি। পিতা বঙ্গবন্ধুর মতো তার কন্যা শেখ হাসিনার যে হৃদয় আছে তা মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার মধ্য দিয়ে সেটা পরিষ্কার হয়ে উঠেছে।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় শোক দিবসে আপনারা ১৯৭১ সাল থেকে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে জাতিকে বিভ্রান্ত করে আসছেন। আপনাদের রাজনীতি যে কতটা প্রতিহিংসাপরায়ণ ও বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। জাতির পিতার হত্যা দিবসে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করার পরামর্শ খালেদা জিয়াকে দলের কে বা কারা দিয়েছেন? এ প্রশ্নের জবাব কিন্তু আজও আমরা পাইনি মির্জা ফখরুল সাহেব। এ সময়ে করোনার টেস্ট রিপোর্টে খালেদা জিয়ার প্রকৃত জন্মদিনের তথ্য প্রকাশ পেয়েছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রসঙ্গত, এ রিপোর্টে অনুযায়ী বেগম জিয়ার জন্মদিন ৮ মে।
এমকে