বুধবার বাংলাদেশের আকাশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বিধান অনুযায়ী শুক্রবার উদযাপিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর। আর করোনার কারনে গত বছরের মতো এবারও ঈদের জামাত ঈদগাহ বা উন্মুক্ত স্থানের পরিবর্তে হবে মসজিদে-মসজিদে।
বুধবার (১২ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে চাঁদ দেখতে না পাওয়ার কথা জানানো হয় সাংবাদিকদের। এর আগে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সভা শেষে প্রেস ব্রিফিং ধর্ম প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত মসজিদেই হবে। ঈদের জামাতের জন্য একটি নির্দেশনা গত ২৬ এপ্রিল দেয়া হয়েছিল। পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতের বিষয়ে ওই বিজ্ঞপ্তি বহাল থাকবে। এর আগে মঙ্গলবার (১১ মে) স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে উন্মুক্ত স্থানে ঈদের জামাত করার পরামর্শ দেয়া হয় সংশ্লিষ্টদের।