শ্রীলঙ্কার দল ঘোষণা

১২ মে ২০২১

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সফরকারী দলের অধিনায়ক হিসেবে থাকবেন কুশল পেরেরা। সহকারী অধিনায়ক হিসেবে থাকছেন কুশল মেন্ডিস।

বুধবার শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের টুইটার অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজে সফরকারী স্কোয়াডের বিষয়ে অনুমোদন দিয়েছেন দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রী নামাল রাজাপাক্ষে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৬ মে ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা দল। 

 

শ্রীলঙ্কান স্কোয়াড:

কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহকারী অধিনায়ক) দানুশকা গুনাথিলকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, দাসুন শনাকা, আশিন বান্দারা, ওয়ানিনদু হাসারাঙ্গা, ইসুরু উড়ানা, আকিলা ধনাঞ্জয়া, নিরোশান ডিকভেলা, দুশমন্ত চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লক্ষণ সান্দাকান, চামিকা করুনারত্নে ও বিনুরা ফার্নান্দো।


মন্তব্য
জেলার খবর