রিয়াল থেকে বাদ ব্রাজিলিয়ান তারকা মার্সেলো

১৩ মে ২০২১

রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানের সঙ্গে তর্কে জড়িয়ে স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্রাজিলিয়ান তারকা মার্সেলো। বৃহস্পতিবার রাতে গ্রানাদার বিপক্ষে রিয়াল স্কোয়াডে থাকছেন না ৩৩ বছর বয়সী এই ফুটবলার। গোল ডটকম এ খবর জানিয়েছে।

জানা গেছে, ফ্রাঞ্চ কিংবদন্তী ফুটবলার জিদানের কৌশল ও নীতি নিয়ে আগে থেকেই একমত ছিলেন না মার্সেলো। খেলার সুযোগ পাওয়া নিয়ে গত মঙ্গলবার জিদানের সঙ্গে তর্ক হয়েছিল তার।

তবে ব্রাজিলিয়ান তারকা মার্সেলোই নন, দলের আরও কয়েকজন প্রতিষ্ঠিত খেলোয়াড়ও জিদানের নীতির বিষয়ে বিরক্ত গুঞ্জন রয়েছে।


মন্তব্য
জেলার খবর