টেস্টে আগের অবস্থানেই বাংলাদেশ

১৩ মে ২০২১

আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট র‍্যাংকিংয়েেআগের অবস্থানেই রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) নতুন প্রকাশিত টেস্ট র‍্যাংকিংয়ে ৯ নম্বর স্থানেই রয়েছে মুমিনুলরা। তবে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ এবং শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজ হারের কারণে পয়েন্ট হারিয়েছে টাইগাররা। 

টেস্টে ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। ১২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে নিউজিল্যান্ড। এ ছাড়া অস্ট্রেলিয়াকে (১০৮) টপকে তিন নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১০৯ পয়েন্ট। ৯৪ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে পাকিস্তান। দুই ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ৮০ পয়েন্ট নিয়ে সাতে আছে দক্ষিণ আফ্রিকা এবং আট নম্বরে অবস্থান শ্রীলঙ্কার।

৫ পয়েন্ট হারিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে। টাইগারদের রেটিং পয়েন্ট ৪৬। জিম্বাবুয়ে আছে ১০ নম্বরে। তাদের পয়েন্ট ৩৫।


মন্তব্য
জেলার খবর