করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ৩১, শনাক্ত ১২৯০

১৪ মে ২০২১

দেশে  গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩১ জন মারা গেছেন ।  নমুনা পরীক্ষায় করোনায় সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন এক হাজার ২৯০ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৩৭০ জন। বৃহস্পতিবার (১৩ মে) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত  ৭ লাখ ৭৮ হাজার ৬৮৭ জনের নমুনায় করোনা শনাক্ত হযেছে। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৭৬ জন এবং সুস্থ হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ৬১৯ জন।  ৫৬ লাখ ৯০ হাজার ৬৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার  ১৩ দশমিক ৬৮ ।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৪২৪টি, পরীক্ষা  হয়েছে ১৩ হাজার ৪৭১টি। শনাক্তের হার ৯ দশমিক ৫৮। মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ, নারী ১৪ জন। বিভাগ অনুযায়ী ঢাকায় ১৩ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহী ও সিলেটে ৩ জন করে এবং খুলনায়, ময়মনসিংহ ও রংপুরে একজন করে; সরকারি হাসপাতালে ২৩ জন, বেসরকারি হাসপাতালে ৬ জন এবং বাড়িতে ২ জন মারা গেছেন ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর