সারা দেশেই বৃষ্টি হতে পারে

১৪ মে ২০২১

ঈদের দিন  (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরাঞ্চলে কম হলেও ঢাকাসহ মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সারা দেশের নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিনে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে ।  দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর